আমি ওকে দেখতে দেখতেই মরে যাবো।
হয়তো বা ওকে ভাবতে ভাবতে,
অথবা ওকে বুঝতে বুঝতে কোনো একদিন
আমি নিশ্চয়ই মরে যাবো,
ওর চাহনি দেখে হৃদরোগে পড়ে
নয়তোবা ওর শরীরের গন্ধে সংক্রমিত হয়ে
আমি নিশ্চয়ই লুটিয়ে পড়বো মায়ের কোলে।
যদি ওর চোখের সমূদ্রে ডুবে যাই ,
কিংবা বিনুনির ভাঁজে জড়িয়ে পড়ি
তাহলে আমার বাঁচার সম্ভাবনা কোথায় ?
কানের লতিতে থাকা বিদ্যুতে পৃষ্ট হয়ে,
ঝরনার জলের মতো খিলখিল হাসি দেখে
যদি কিছু হয়ে যায় হঠাৎ করে
তাহলে আমি নিশ্চয়ই মরে যাবো।
সে যদি আমায় ছুঁয়ে ফেলে ভুলবশত
কিংবা ধরো গেয়ে ওঠে গান আনমনে
আমার অস্তিত্ব খুঁজে পাবো, সে বিশ্বাস নেই।
যা কিছুই হোক এটুকু নিশ্চিত আমি মরবোই, বারবার মরবো
প্রত্যেকবার ওর কারনেই মরবো ,
অথচ তাকে যদি কখনো হারিয়ে ফেলি --
আমি সহস্রবার চিৎকার করবো, আর বলবো
আমি বাঁচতে চাই, তাকে খুঁজতে চাই।