তোমার খুবই লোভ
আমাকে তুমি পুরোটাই চাও
অন্যথা হলেই ক্ষোভ।
আমি তো অসীম প্রকৃতি হতে চাই
বিলিয়ে দিয়েই সুখ খুঁজে পাই,
কিন্তু তোমার কোপ
শাখাপ্রশাখাতে আঘাত করো
এতটা তোমার লোভ।
আমি তো অস্থির মাছ হতে চাই
সাগর সঙ্গমে বাধা যেন নাই,
অথচ তোমার টোপ
এককোষ জলে বন্দী করো
এতটা তোমার লোভ।
আলোর চেয়েও দ্রুত হতে চাই
রামধনু রঙে পৃথিবী সাজাই,
তুমি বেঁধে দাও চোখ
অমাবস্যায় কবিতা লেখো
এতটা তোমার লোভ।
আমি তো সবুজ অরণ্য হতে চাই
গভীরতা দিয়ে আকাশ ছাপাই,
তুমি ভালোবাসো ঝোপ
আমাকে তোমার পোষ্য বানাও
এতটাই তোমার লোভ।