অবাধ্য অগ্নিকুণ্ড, বিস্ফরিত হয় হঠাৎ
হকিংয়ের থিওরিতে
অশান্ত বুদবুদ একদিন শান্ত, শৃঙ্খলিত
অতঃপর মহাবিশ্ব
অন্তিমে প্রশ্নের চিহ্নটা(?) তবু
উত্থিত হয় বারবার
অচ্যুত কক্ষপথে গ্রহ, নক্ষত্রের
সমারোহ
বাস্তুসংস্থান, খাদ্য শৃঙ্খল
এসব তো বিজ্ঞানেরই পর্যবেক্ষণ।
নিয়ন্ত্রিত হয় নিয়ন্ত্রণের মাধ্যমেই;
মন্তব্যঃ সৃষ্টিকর্তার অস্তিত্ব শিরোধার্য।