প্রজাপতির ডানায় ভর করে যেনো-
আমি উড়ছি অসীম দিগন্তে;
আমার পিছুটান নেই; নেই আক্ষেপ
প্রাপ্তি-অপ্রাপ্তির বাইরে আমি।
আমি তৃপ্তির অণ্বেষণে বিভোর নই
আমি ভীত নই জীবনে কিংবা মরণে।
নীরক্ত নই, রক্তে নেই কেবল ঝাঁঝ
বিরক্ত নই, রিক্ততা নিতান্ত অভ্যাস!
সুখের সন্ধানে উন্মাদ নই আমি
বিরহ বেদনায় অবসাদ নেই।
কঠোর বাস্তবেও আমি নির্ভার
আমি কোন স্বপ্নে বাঁচি না।
কষ্টের ভারী বোঝা টেনে ক্লান্ত নই
আবার আমি পথ-ভ্রান্তও নই
শান্তি-অশান্তির হিসেব না করে
আমি আমাতেই বিরাজিত নির্বিঘ্নে।
আমি পিষ্ট নই; হৃষ্টও নই
আমি একা নই, শুধু স্বেচ্ছায় নির্বাসনে
অকারণে (!) আমি মগ্ন শীতনিদ্রায়
জাগতিক সকল মায়ার ঊর্ধ্বে!
----------------------------------------------
১৭-০৬-২০১৭