কচিকাঁচার কিচিরমিচির শুনে
স্নিগ্ধ এক সকালের শুরু,
মাতা-পিতার স্নেহ-শাসনে
পাঠদানে মগ্ন শিক্ষাগুরু।

পাঁচ থেকে এগারোর উচ্ছ্বাসে-
মুখরিত প্রাঙ্গণ,
নব-উদ্দ্যোমে প্রতিদিন
মেল-বন্ধন।

শরীর চর্চা আর জাতীয় সংগীতে
দৈনিক সমাবেশ
স্কুল ড্রেসে শিশু সারি সারি
মুগ্ধকর আবেশ।

আবেগ সৃষ্টিতে ক্লাস শুরু
গল্প কিংবা গান,
পাঠ ভিত্তিক উপকরণে
সাবলীল পাঠদান।

জাতি গড়ার মিশন,প্রতিনিয়ত-
খেলার ছলে,গল্প বলে
কত নানান কৌশলে
সুখ প্রাপ্তি শিখন ফলে।


ক্লাসের পড়া প্রতিদিন
ক্লাসেই শেখা চাই,
পরীক্ষা সত্যিই পরীক্ষায় ফেলে
পড়ার বিকল্প নাই।

অভিভাবক সভা,মা সমাবেশে
সচেতনতা বাড়ে
কল্যানার্তে হোম ভিজিটে
শিশুর নজর কাড়ে।

রঙতুলিতে ছবি এঁকে
দেয়ালিকা যায় ভরে
স্টুডেন্ট কাউন্সিল নিয়োজিত
সকল কাজের তরে।

শিশুরা তাদের ইচ্ছা জানায়
মতামত বাক্স দিয়ে
ক্ষুদে ডাক্তার খুব তৎপর
এইড বক্স নিয়ে।

ক্লাসরুম লাইব্রেরি বইয়ের আঁধার
প্রশস্ত হয় জ্ঞান
শিশুর সুস্থতা নিশ্চিত করে
নিরাপদ পানি পান।

টিফিন পিরিয়ডে শিশুরা
মত্ত থাকে খেলায়
বিদ্যালয় মুখর হয়
এক আনন্দ মেলায়।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও
স্কুলে রোজ আসে
একীভূত শিক্ষার আলোকে
পাঠদান হয় ক্লাসে।

স্কুল পরিচালনায় প্রতিদিন তবু
আসে কত বাঁধা
দায়িত্ব নিয়ে চালিয়ে যান
শিক্ষক মন যে সাদা।

উর্ধ্বতন কর্মকর্তাদের  সান্নিধ্যে
শোভা বৃদ্ধি পায়
স্কুলের কাজ এগিয়ে যায়
সঠিক দিক-নির্দেশনায়।

শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক
সব কথার এই মূল,
ছাত্র-শিক্ষকের দীপ্ত উচ্চারণ
'আমার স্বপ্ন-আমার স্কুল।'

রচনাকালঃ ১১/০২/২০১৬