হে বঙ্গবন্ধু,
তোমার জন্য কাঁদে আমার মন,
তোমার জন্য কাঁদে বাংলার জনগন।
তোমার জন্য এখনো কাঁদে চন্দ্র-সূর্য-গ্রহ,
আকাশের তারা,বনের পশু-পাখি,
তোমার প্রতি পদক্ষেপে-
আমরা শান্তির প্রতীক দেখি।
হে বঙ্গবন্ধু,
তোমার আহবানে বাঙালি হয়েছিলো জাগ্রত জনতা,
পাক সেনাদের থেকে ছিনিয়ে এনেছে স্বাধীনতা।
হে বঙ্গবন্ধু,
তোমায় হারিয়ে আর গায় না পাখি গান,
স্তব্ধ আজো কোটি কোটি বাঙালির প্রাণ।
সময় হয় যদি বিলীন হবে,তবু-
তোমার স্মৃতি রবে অক্ষত-অম্লান।
হে বঙ্গবন্ধু,
যতো দিন পৃথিবীর মানচিত্রে থাকবে
স্বাধীন বাংলার স্থান,
ততোদিন তুমি বেঁচে থাকবে,
হে বঙ্গবন্ধু,শেখ মুজিবুর রহমান।।
রচনাকালঃ ১৭/০৩/১৯৯৯
(জাতির জনকের জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।)