তোমার কাজল কালো চোখে-
আমি দেখি অপার সমুদ্রের ঢেউ।
আর তোমার লাল টিপ-
প্রতিফলিত হয় আমার নির্বাক চোখে।
সাদায় মিশে লাল-নীল রঙের পাড়,
আমার কল্পনায় প্রতিধ্বনিত হয়-
হাতের চূড়ি।তোমার পায়ের নূপুরের ধ্বনি।
কানের দুল আর নাক ফুলে-
আমার কল্পিত অপ্সরা তুমি।
চোখের দেখা যে নয়!
মনের দেখাতে এঁকেছি তোমার ছবি।
সে ছবি ভাসে আমার মনের কোণে,
দোলা দেয় এ অস্থির প্রাণে।
নীরবতার কাঁচ ভেঙ্গে-
বেরিয়ে আসো একবার-
ভালোবাসাময় খোলা মাঠে;
আমি একবার হারতে চাই-
তোমার অপরাজিতা মনের কাছে।


রচনাকালঃ ০৪/০৩/২০১৬