মন খারাপের দিনে-
ঢেউ খেলে না অকুল পাথারে,
চর জমে সহসা নদীর বুকে।
মন খারাপের দিনে-
হাওয়া লাগে না হলুদ সরষে ক্ষেতে,
ডানা কাটা পায়রায় মনে দাগ কাটে।
মন খারাপের দিনে-
প্রাণ জাগে না এক ঝাঁক শালিকের দলে
ফাগুনের স্নিগ্ধতায়ও সময়ের আগুন ঝরে।
মন খারাপের দিনে-
উতলা হয় না প্রাণ শিশির সিক্ত ঘাসে,
ভাবনাটা স্তব্ধ হয় নাগরিক সকল কোলাহলে।
মন খারাপের দিনে-
চোখ ভাসে না পদ্মপাতার জলে,
উচ্ছ্বাস হারিয়ে যায় কোন চোরাবালিতে।
রচনাকালঃ ২৮/০২/২০১৬