সুখের যেন হয়েছে ছুটি
ছুটি নেই কাজের,
জোগাতে হবে ভাত-রুটি
স্বস্তি নেই প্রাণের।
ব্যস্ত থাকে নানান কাজে
ক্লান্তিহীন দু'টো হাত,
ছুটি নেই সকাল-সাঁঝে
নির্ঘুম কাটে রাত।
থমকে গেছি জীবন মাঝে
হয়েছি দিশে হারা
ছুটছি তাই ছুটির খোঁজে
ছুটি নেই মরণ ছাড়া।
রচনাকালঃ ১৫/০৬/২০০৮