স্বপ্নের বীজ বুনে বঙ্গবন্ধুর হাতে;
তাঁর বলিষ্ঠ উচ্চারণে-
উত্তাল জনসমুদ্র,
মুক্তির সংগ্রামের আবাহন।
অগ্নিঝরা মার্চের প্রথম প্রহর!
তপ্ত দুপুরও হার মানে,
তিল ধরার ঠাঁই পায় না রেসকোর্স ময়দান।
বজ্রকন্ঠ শিহরণ জাগায়-
মুক্তির পথ আঁকে সমগ্র জাতি।
একটি তর্জনী দেখায়-
আকাশ ছোঁয়ার অদৃশ্য সিঁড়ি।
চেতনা ভাসে রক্তের উষ্ণতায়,
দেহে নতুন এক প্রাণের সঞ্চার।
সাত ই মার্চ গেঁথে যায় ইতিহাসের পাতায়,
মুক্তিকামী বাঙালীকে স্বাধীনতার রসদ যোগায়।
রচনাকালঃ ০৭/০৩/২০১৬