বসে আছি জানালা খোলে,
পড়ন্ত সূর্যের আলো মুখে এসে পড়ে,
অলস সময়ের ছাপ।
ক্লান্তি কাটে সবার শান্তির ঘুমে।
আর আমি...?!
মনে হয়...
কি যেন একটা হচ্ছে না-
পীড়া দেয় কেবলই--এক অস্থিরতা।
একটু পর নামবে সন্ধ্যা,
পরক্ষণেই রাতের আয়োজন,
ঘুমের রাজ্যে পাড়ি জমানো;
সুন্দর এক সকালের আশায়।
ভোর হতেই এটা কেন যে আসে!
কেটে যায় রাত-দিন নিমিষে,
থাকে শুধু এক অস্থিরতা....
রচনাকালঃ ১০/০২/২০০৭