তুমি তোমার দু'টি রূপই দেখালে!
তোমার 'দেবী' রূপে আমি মন্ত্রমুগ্ধ।
আর দেখছি এখন 'দানবী' রূপে তোমাকে।
দেবী রূপে ছিলে তুমি যতো সুন্দর-
দানবী রূপে তুমি তার চেয়েও বেশি বিভৎস!!
শক্ত হয়ে দেখেছি তোমার চাল-চলন,
বেসেছি ভালো বিনম্র শ্রদ্ধায়;
লোকমুখে যখন ভাসে তোমার অপকর্মের সুর;
'নোঙরামি' শব্দটিও মুখে আসে নি আমার।।
অবশেষে আমি বুঝেছি-
কর্পোরেট শ্রেণির মানবী তুমি!
মুদ্রার এপিঠ-ওপিঠ দেখিয়েছো।
তুমি পঞ্চাশ পয়সার মুদ্রা চেনো?
সে জানে- বাজারে সে এখনো চলে।
তাকে তবু হাতে নিয়েই ফেলে দেয় ভিখারির দল;
তুমি ঠিক তাই- কিন্তু তুমি তা জানো না!!
রচনাকালঃ ২০/০৪/২০১২