আমি অর্পণ থেকে অপু।।
রুপালী থেকে তুমি রূপা।।
পরিনয়ে কিঞ্চিৎ পরিবর্তন,
যৌবনে উদ্ভাসিত সোনালী আবেগ...
সাময়িক সোহাগে সাবলীল সম্পর্ক।।
তিলে তিলে বৃদ্ধ হয় সময়,
ভ্র-কুচকায় নিত্য-অভ্যাসে
ভাঁজ পড়ে কল্পনার মসৃণ পৃষ্ঠে-
ভাটা পড়ে উত্তাল সমুদ্রে।
অতঃপর হেঁটে চলা স্রোতের বিপরীতে।।
আমি অপু থেকে অর্পণ হই আবার-
অশ্রু সমর্পণে,
তুমিও রূপা থেকে রুপালী হও-
আঁখি সন্তর্পণে।।