তোমাকে প্রথম বার ছবিতে দেখে যেনো-
আমার ধূলোবালির শহরে নেমেছিলো
দেবলোকের বারিধারা। তোমার হাসিমুখ;
আমার ঘুণে ধরা শরীর যন্ত্রে এনেছিলো
মসৃণ স্পন্দন! ভূমিতে পতিত স্বর্গসুখ।

নন্দিনী!

আর সাক্ষাতে তুমি উচ্ছ্বল;
তোমার মিষ্ট আওয়াজ হৃদয়ে মিশে
সুরভী ছড়ায় পূবালী হাওয়ায়।
তোমার দ্যুতিতে আলোকিত হয়
আমার সকল জীর্ণ আঁধাররাজী।

ভুল থেকে প্রথম পরিচয়; তাই
শুদ্ধ প্রেমের খাঁচায় তোমায়-
ছিলো না আটকে রাখার প্রয়াস!
আমি বরং ঘাপটি মেরে বসেছিলাম;
আর তুমি আবারো ভুল পথে হেঁটেছিলে...

নন্দিনী।।


১২/০৮/১৮