তোমাকে নিয়ে জোছনা দেখা হলো না,
নারিকেল পাতার ফাঁকে
উঁকি মেরে আছে একাকী চাঁদ!
সে চাঁদকে আর এক সাথে ছোঁয়া গেলো না।
শিশিরে পা ভেজানো হলো না
কোন কনকনে শীতের সকালে,
বৃষ্টিতে কোন এক বিকেলে
বসা হলো না রিক্সায় পাশাপাশি!
তোমার খালি কপালে
একটা টিপ পরিয়ে দেয়া হলো না;
দেখা হলো না আর তোমাকে
খোলা চুলে নীল শাড়িতে!
ফুচকার প্লেট ভাগাভাগি হলো না
গোধূলির আবছা আলোয়,
গরম একটি চায়ের কাপে
পড়লো না দুটি ভিন্ন চুমুক।
তোমার পাশে আনমনে বসে থেকে
গোলাপী স্বপ্ন আঁকা হলো না আকাশের বুকে
খোলা ছাদে দুজনে বসে
বুনা গেলো না কোন ঐকান্তিক গল্প।
দোলনাটা একা পড়ে আছে
দোল খাওয়া হলো না প্রকৃতি মাঝে,
তোমায় নিয়ে ক্ষুধা মেটানো হলো না
কোন ভর দুপুরে বিরিয়ানির গন্ধে।
ঘোষণা দিয়েই গেলে তুমি
আর আমার আশায় তো গুড়ে বালি,
কত কি যে ভাবলাম, অথচ তোমাকে নিয়ে
হারাতেই পারলাম না কোন অজানায়!
-------------
১৪/০৫/২০১৯