আমার চলে যাওয়ার গল্পগুলো
ইচ্ছেগুলোকে যতো বেশি টানছে,
শুকনো পাতার মতো ঝরছে যেনো
ছোট ছোট একেকটা অনন্য অনুভূতি।
শেষ লাইনের আগেই ইতির আগমনে
অকস্মাৎ দাঁড়ি টেনে প্রলাপের শেষ!
অনাগত দিনের স্বপ্নগুলো উঁকি মেরে
স্থবিরতায় দাঁড়িয়ে রয় ল্যাম্প পোস্টের মতো।
শান্তির আবাহনে কিছুকাল ভ্রান্তি ভুলে
ছুটে চলা লক্ষ্যে, সহস্র ক্রোশ দূরে
আবেগ মাখামাখি চোখের দু'কোণে
ভালোবাসার কতো অশ্রু ফোয়ারা জ্বলে।
ঘড়ির কাটার টিক টিক শব্দ আমায়
রাতের গভীরতায় নিয়ে যায় দূর দেশে
টিনের চালের বৃষ্টির শব্দ আবার ফেরায়
আমার চলে যাওয়ার গল্পের মাঝখানে।।
২৫/০৮/২০১৮