ছয় তলার ব্যালকনি বেয়ে রোজ
কড়া রোদ চুমু আঁকতো ঘুমন্ত কপালে।
চেনা মুখের আয়নায় নিজেকে দেখা
চেনা শহরের আলো-বাতাস মাখা।
অলি-গলির মোড়ে চায়ের দোকান
অলস দুপুর কিংবা জ্বালাময়ী সন্ধ্যা।

যন্ত্রের শহরেও ভালো থাকার মূলমন্ত্র
নাগরিক কোলাহলেও সুরেলা জীবন
বৃক্ষরাজির ডালপালায় সখ্যতা
দ্বিচক্র যানের প্রতি সদা গভীর প্রেম
শুকনো খিচুড়ির সাথে একটি ঝাল মরিচ
ফুচকার প্লেটের স্বাদ অর্জুনতলায়।

হলুদ খাম নিয়ে আসে একদিন ডাকওয়ালা
সাদা কাগজের মাঝে ভবিষ্যত আঁকা।
সাজানো সংসার যেনো অজানায় হারায়
চেনা মুখ চেনা শহরকে বিদায় অকস্মাৎ
শেষ ট্রেন রাতের প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়
কেবল শেষ হুইসেল বাজার অপেক্ষায়!!

২৭/০৮/২০১৮