ও বাবা ওপারে তুমি ভালো আছো নাকি!
কতকাল কেটে গেলো তোমায় না দেখে
কত কি বলার ছিলো, মনে জমা রেখে
কিছুই হলো না বলা, রয়ে গেলো বাকি।
প্রথম যে পথ চলা, সেই ছবি আঁকি
খাবার খেতে না তুমি একা ফেলে রেখে,
শাসনে বড় হওয়া, ন্যায় নীতি শিখে
হঠাৎ কেন যে তুমি দিয়ে গেলে ফাঁকি!
প্রতিদান নয় তবু অল্প কিছু করা
বাবার ঋণ কি কভু, শোধ করা যায়?
সে আশায় গুড়েবালি, নিষ্ঠুর এ ধরা
আমার চেয়ে অভাগা, কেউ আছে হায়!
চেয়ে থাকি রোজ আমি; পদচিহ্ন জোড়া
বাবার সে স্মৃতিগুলো প্রাণ ছোঁয়ে যায়।