আমি যদি নদী হতাম
বয়ে যেতাম বুকে
তোকে আমি টেনে নিতাম
ভাসতি অপার সুখে।

আমি যদি সাগর হতাম
হইতি তুই ঢেউ
ভরা জোছনায় দোল খেতাম
দেখতো না কেউ।

আমি যদি পাখি হতাম
উড়তাম তোকে নিয়ে
আনন্দটা বিলিয়ে দিতাম
অজানা রাজ্যে গিয়ে।

আমি যদি ফুল হতাম
উন্মাদ হইতি ঘ্রাণে
চাইলে তুই ফুটে যেতাম
সোহাগ মাখা প্রাণে।

আমি যদি পাহাড় হতাম
থাকতি তুই চূড়ায়
শুভ্র কিছু মেঘে দিতাম
চাদর দিয়ে মোড়ায়।

আমি যদি বৃক্ষ হতাম
পাইতি চির ছায়া
নির্মল সজীব বায়ূ দিতাম
শীতল হতো কায়া।

আমি যদি দিন হতাম
যাইতি আলোয় ভরে
আঁধার সব মুছে দিতাম
ছোট্ট কুঁড়ে ঘরে।

আমি যদি রাত হতাম
ঘুম হয়ে চোখে
আস্তে তোকে টেনে নিতাম
স্বপ্নীল এক সুখে।

কিন্তু-
আমি যখন 'আমি'ই আছি
আমার ক্ষমতা বোঝ্
আশা-নিরাশার দোলাচলে
ঝগড়া কেনো রোজ?!

(২৮/০৭/২০১৭)