নাম না জানা মনখারাপের ,
কারনগুলি হাতড়ে খুঁজি।
তারপর সেই কষ্ট চেপে,
হাসির​ মাঝে লুকিয়ে বাঁচি
যেই মেয়েটা সবার মাঝে,
ভালো থাকার মুখোশ পড়ে,
সেই মেয়েটাই রাতের শেষে,
ভিতর ভিতর গুমড়ে মরে।
কষ্টগুলো বলবো কাকে?
সবাই তো আর বন্ধু নয়!
বাইরেটা বেশ কঠিন হলেও,
ভিতরটা ঠিক মোমের মতোই নরম হয়।
কিছু কিছু মনখারাপ তো এক্কেবারে নিজের হয়;
তারাই বোঝে,
কষ্টগুলো মনের মাঝে
চেপে রাখা কেমন দায়!
ভালো থাকার অভিনয়ে
জিততে গিয়েও হেরে যাই,
আজ স্বপ্ন গুলো ভাঙতে দেখে
আর কষ্ট নয়;
বড্ডো বেশি হলে_
শুধু একটু মনখারাপ হয়।
              
                 -দিপিকা