একা আছি ভীষণ ভালো
নিজের সাথেই ব্যস্ত,
তোর ছেড়ে যাওয়ার সময়টাতে
জানি হয়েছিল বেশ কষ্ট।
তবে তোকে ভুল করেও ভুলতে চাইনা
থাকুক কিছু স্মৃতি,
পড়লে মনে মন খারাপে
কষ্ট হলেও হাসি।
নিজের সাথেই দিব্যি আছি
খুঁজছি না আর ছন্দ,
মাঝে মধ্যে নিয়ম ভাঙ্গে
মনপোড়ানোর গন্ধ।
দিনের শেষে ক্লান্ত চোখে স্বপ্নেরা দেয় ফাঁকি
চোখ খুললেই নতুন সকাল,নতুন ভাবে আঁকি ।
ঘড়ির কাঁটা ঘুরছে ঠিকই
কিচ্ছুটি নেই থেমে,
সময় শুধু বদলে গেছে
বদলেছি আমি প্রেমে!
অল্প কথায় কাঁদি না আর
নিজের জন্যই হাসি ,
তাই একটু খানি সময় পেলে পাহাড় ঘুরে আসি।
আগে আমি যেমন ছিলাম ঠিক তেমন ভালই আছি
এখন শুধু, ভালোথাকার চাবিকাঠি
নিজের কাছেই রাখি।
থাকেনা আর নিয়মমাফিক  কারো ঘুম ভাঙ্গানোর তাড়া,
ভোর পাঁচটায় কেউ ডাকেনা alarm clock টা ছাড়া।