আমরা মানুষ; আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব ।
আমরা এই পৃথিবীকে কিছুতেই ধ্বংস হতে দেবনা ।
একে বাঁচিয়ে রাখবো লক্ষ লক্ষ বছর ধরে ।
কিন্তু কিভাবে ?
বিস্ফোরনের শব্দে আর বারুদের গন্ধে
আমাদের জীবন যে হয়ে উঠেছে বিপন্ন ।
কে দেখাবে আমাদের
সুখেশান্তিতে বেঁচে থাকার পথ ?
কে দেখাবে আমাদের শৃঙ্খলা মুক্তির পথ?
মানবজীবন সার্থক করে তোলার
সঠিক পথ বা আমাদের কে দেখাবে ?
সহসা যেন শুনতে পেলাম একটা দৈববাণী -
তুমি, হ্যাঁ, হ্যাঁ, তুমি; একমাত্র তুমিই পারবে
এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ।
আশ্চর্য হয়ে বলে উঠি– আমি, কিন্তু কিভাবে ?
আমার যে দু একখানা কবিতার বই ছাড়া
আর কিছুই নেই । হ্যাঁ,হ্যাঁ; তাতেই চলবে ।
তুমি যদি সত্য হও, তোমার চিন্তা যদি হয়;
তবে তোমার কবিতা গুলিও সত্য হতে বাধ্য ।
তোমার এই কবিতার অদম্য শক্তিতেই
ধ্বংস হয়ে যাবে পৃথিবীর মারণাস্ত্র ।
বাঁচবে পৃথিবী, বাঁচবে মানুষ,
বাঁচবে এই সভ্যতা । আর -
সর্বোপরি সোনার অক্ষরে
জ্বলজ্বল করতে থাকবে
তোমার নাম ।