প্রতিদিন কলেজের শেষে
চেনা ময়দানের মাঠে।
নতুন প্রকাশিত অ্যালবামে
অথবা কোন গল্পের ভিড়ে
হারিয়ে যেতাম দুজনে।
আজও আমি হারিয়ে যেতে পারি।
তবু পারছি কই?
তোরই অভাবে।

কোন এক রোদেলা বিকালে
মনের মেঘ যায় সরে।
পরিচিত প্রিন্সেপ ঘাটে
দু পেয়ালা চায়ের সাথে।
হারিয়ে যেতাম দুজনে।
আজও আমি হারিয়ে যেতে পারি।
তবু পারছি কই?
তোরই অভাবে।

বৃষ্টি ভেজা সন্ধ্যাতে
কিছু সময়ের জন্য , কলেজ স্ট্রিটে
জানা অজানা সুরের তরে
হারিয়ে যেতাম দুজনে।
আজও আমি হারিয়ে যেতে পারি।
শুধু তুই ফিরে এলে।
অপেক্ষায়..............