এক পলক চাওয়া।
একটা মিষ্টি হাসি।
গালে একটা চুমু এঁকে দেওয়া।
কাঁধে মাথা রাখা।
মাথার চুলে বিলি কাটা।
কিছু বিশ্বাস খুঁজে পাওয়া।
একটা গোলাপ।
একটা কবিতা, আর একটা সস্তা উপহার।
তোমার স্মৃতি আঁকড়ে বাঁচা।
তোমার স্পর্শ, উষ্ণ ঘন নিশ্বাস
আর ছিল তোমার নেশায়
আমাকে পাগল করে দেওয়া।