মনের ধুলো মরবে,তাই
এক টুকরো বৃষ্টি চাই।
অ সময়ে ভিজুক ছাদ
আমার হাতে রাখবে হাত।
এক টুকরো বৃষ্টির দাগ
দু:খ যত মিলিয়ে যাক।

মনের ধুলো মরবে,তাই
এক টুকরো বৃষ্টি চাই।
বৃষ্টির ফোঁটা মিশে যাক
তোমার,এলোমেলো খোলা চুলে।
এক দৃষ্টিতে থাকবো চেয়ে,
লাজ-লজ্জা ভুলে, আপন মনে।

মনের ধুলো মরছে,তাই
আরও অনেক বৃষ্টি চাই।
তোমার, নাক বেয়ে শুষ্ক ঠোঁটে
বৃষ্টি ফোঁটা গড়িয়ে পড়ে।
ভালোবাসা বাড়ছে, তাই
স্নেহ মধুর স্পর্শতায়।
বৃষ্টি চাই,বৃষ্টি চাই।