তোকে শেষ যে গল্পটা শুনিয়ে ছিলাম
ওটা তো ছিল মাঝপথে গল্পটা শেষ হয়নি।
শুনিয়ে ছিলাম না!
পাহাড় নদী কে খুব ভালবাসতো।
নদী তা ভালোই জানতো।
এমন ভাবে কেটে গেল অনেকটাই সময়।
এর মাঝেই কালের নিয়মে চলে এল বৈশাখ।
একদিন বিকালে উঠলো বৈশাখী ঝড়।
সেই ঝড়, নদীর বিনুনি করা চুল টেনে বলে
আজ তোর বৃষ্টির সাথে বিয়ে।
সন্ধাতে বৃষ্টি নামলো,
নদী কে আলিঙ্গন করলো।
গল্পটা শেষ হয়নি।
বোকা পাহাড় দর্শকের ভঙ্গিতে,
সবটাই দাড়িয়ে দেখলো।
জানি তোর বিশ্বাস হবে না,
যে পাহাড় টা নদী কে ভালবাসতো।
তাহলে পাহাড়ের বুক চিরে শুনে নিস
শতাধিক ঝর্নার হাজারো শব্দ।