আমার তৈরি শিল্পকলায়
তুমি নিজের নামটি লেখ।
তোমার মুখে ফুটবে আলো,
আমার হাতটি কালো।

চেয়েছিলাম তো সামান্য‌ কিছু,
করেছিলাম আঁট ঘন্টার দাবি।
তোমার এটুকুতেই ঘুম ছুটলো
করলে বুকে গুলি।

সময় অসময়ে কারখানা করেছো বন্ধ,
কারণ না কী! শ্রমিক হবে জব্দ।
খেটে খাওয়া মানুষের গলার জোর,
আর মুঠি বদ্ধ হাত।
একই ভুল করছো কেন?
দেখোনি শ্রমিকের প্রতিবাদ!

কখনো কখনো পেটে ক্ষুধা,
সারাদিন খাবার জোটেনি।
তোমার চোখ লাভের দিকে,
তুমি ফিরেও দেখোনি।
অবাক হওয়ার নেইকো কিছু,
এটাই তোমার ধর্ম।

তোমার গায়ে টাকার গন্ধ,
তোমরা মালিক।
আমাদের এই মেহনতি হাত,
আমরাই শ্রমিক।