ভালবেসে বাংলা ভালবেসে মাটি
শেষ হবে মোসাহেবি, যত চাটাচাটি,
শোষকের হাতে আর, থাকবেনা হাতিয়ার
হবেনা ভাগাভাগি আর কাটাকাটি।

এ দেশ জনতার একা কারো নয়
এ দেশে থাকবেনা ভূতপ্রেত ভয়,
কেড়ে নিতে অধিকার, আসবেনা কেউ আর
জনতার হাত যদি এক হয়ে রয়।

আমি তুমি আমরা সবে এক জাতি
থাকবেনা বিভেদের মিছে মাতামাতি,
দেশপ্রেম সততা, এনে দেবে সমতা
ক্ষমতায় হবেনা কেউ ঘোড়া-হাতি।

রাহু গ্রাস ভেদ করে এলো অবমুক্তি
আর নয় দাসখত, গোলামীর চুক্তি
সোজা রেখে মেরুদাঁড়া, টানটান হবো খাঁড়া
ভেঙ্গে কারা জিঞ্জীর আসবেই মুক্তি।।