একা আমায় আর পোড়াবে কত?
আত্মা জুড়ে শুধুই পোড়া ক্ষত
দেহের হাটে এই যে আমার কষ্ট বেচাকেনা
দুঃখ কড়ি ছিটাই অসংযত
এই যে আমার চোখের নিচের কালি
কাজল বলে চালিয়ে নেয়ার গ্লানি
আঁকড়ে ধরে নিঃসাড় মরীচিকা
সুখী ভাবার ইচ্ছে একটুখানি
অবহেলায় তুমি তারে ভাবলে তথাগত
অপবাদে আর কতটা করবে অবনত!
আমিতো হায় মিশেই গেছি ঝরা পাতা হয়ে
বৃক্ষ তুমি শিকড় গাঁড় নতুন বর্ষা লয়ে
দাও চুকিয়ে চৈতি খরার সকল লেনাদেনা
আমি নাহয় কুটোর মতো যাব স্রোতে ভেসে
তোমার ধারা ছন্নছাড়া আমায় যাবে পিষে
ভালবাসার তিলকতলে ঢাকবো অপ্রেম যত।।