মাছের শরীর, চিৎ হয়ে পেতে দিই অভুক্ত থালে
আপোষে ধরা দিই ধীবরের ঘন-সুতা জালে
ঝড়ের পাতার মতো থর-কম্প জাগাই গভীরে
হাতের তালুতে ঝরে পড়ে নক্ষত্র ছিঁড়ে
প্রবল উত্তাপে গলে যায় ভেতরের পাষাণ শিলা
আমি ভালবাসা নাম দিই হৃদয়ের দারুণ অকালে।।