যদি থেমে যাও, বন্দী হও, তবে তুমি হাওয়ার বেলুন
সুতোয় বেঁধে লাল-নীল উড়োবে তোমায়,
যদি হও কাবু প্রলম্বিত কোন হাতের শৈল্পিক ইশারায়
দীর্ঘশ্বাস হবে  বুক-পাঁজরের কোণায়।
তুমি ঝড় হও, আমূল উলোটপালোট শক্তি আধার
লণ্ডভণ্ড করো দিক তুমুল ক্ষিপ্রতায়,
প্রবল হাওয়ার তোড়ে উড়ে যাক্ নাবিকের ত্রস্ত নিশান
গলুই মাস্তুলে হোক্ নৃত্য নগ্নপায়।

তুফান তুমি, বাঁধা ছকে কে বাঁধে তোমায় তর্জনী ঠারে!
তুমি দেখাও রুদ্র রূপ, প্রতাপের অসীমতা বলে কারে।