ভাবছে সবাই মরছি যখন
আর কীসেরে ডরাই,
আসলে আসুক বাঘ কি ভালুক
বাঁধলে বাঁধুক লড়াই।
বুক ফুলিয়ে যে যার ঘরের
খুলল দুয়ার-খিল,
আসুক দেখি কোন সে গোঁসাই
মারতে বেদম কিল।
বীর পালোয়ান রণের সাজে
ঢাল তলোয়ার শুদ্ধ,
পান থেকে চুন খসলে এবার
বাঁবধে মরন যুদ্ধ।
গোলা-বারুদ আছে গোলায়
মগজ ভরা ফন্দি,
কায়দা করে বেকায়দাতে
মারার অভিসন্ধি?
বুঝবে ঠেলা, জমবে খেলা
হাজার সেপাই খাঁড়া,
যে-ই নড়েছে সেই মরেছে
কাঁপবে নগর-পাড়া।
কাতরমুখো মুখগুলো সব
মুখর হলো গর্বে,
আসুক কে সে বাপের বেটা
কন্ঠ চেপে ধরবে!
ভয়ের পুরী পুড়লো নিমেষ
চোখের হলকা দৃষ্টি,
দরদরে ঘাম পড়ছে ঝরে
ঝরে ক্ষোভের বৃষ্টি।
বেরিয়ে এলো মাঠের 'পরে
সড়ক-লেনেও ভীর,
ভাবখানা আজ একেক যেন
বিরাট কুস্তিগীর।
এলো এলো সে সুবাতাস
অধীর চাওয়া ওয়াক্ত,
স্বাধীনতার বালক এলো
পেরিয়ে তাজা রক্ত।।