কেমন আছেন নগরবাসী,
কেমন আছেন দোস্ত?
এমন শীতে স্বাস্থ্য কেমন,
বাড়লো নাকি গোস্ত?
নাকি শীতে গুটিসুটি
কাঁথার তলে আস্ত,
লুকিয়ে গতর কাটছে সময়
দিব্যি দারুণ মাস্ত্!

এমনি শীতে ক'দিন গেল,
হচ্ছে কি ঠিক নাওয়া?
ঠকঠকিয়ে চোয়াল চেপে
বিকট গীতি গাওয়া?
হাঁড়ির খবর ভূঁড়ির খবর
যাচ্ছে তো ঠিক্ পাওয়া?
সাত সকালে ডুবিয়ে নুলো
চলছে পিঠা খাওয়া?

আছেন যারা চড়িয়ে খেয়াল
জড়িয়ে চাদর, জোব্বা,
আমেজ নিয়ে কাটছে এ কাল
ভাবেন 'বহুত খুব, বাহ্'।

তাদের বলি, আসুন দেখি--
হিম কুয়াশার রাতে,
ক'জন থাকে জড়োসড়ো
পথের ফুটপাতে।

আসুন দেখি শিশির ভেজা
তাদের চালা-ছাউনি,
শীতল জলে কি লিখে যায়
তাদের করুণ চাউনি।।