পদ্ম পাতায় পানি ছিল জমা
রৌদ্র তুমি নিলে চুপি শুষে
কেউ ডেকেছে আমায় তিলোত্তমা
গহীন বুকে ভালবাসা পুষে
রৌদ্র তুমি বললে আগুন ঢেলে
ক্ষ্যাপার মতো ছুটলে দিগ্বিদিকে
"পদ্ম কুড়ি আমায় যাবে ফেলে?
এই জলধি আস্ত নিলাম লিখে"
উতল হাওয়ায় ঘাড় দুলিয়ে বলি
ভালবাসার কাঙাল আমি কত!
যাবে যখন সাঁঝ আকাশে ঢলি
রৌদ্র তুমিও ভুলবে সবার মত!
ছোট্ট আমার জীবন তিলেক সম
পড়ব ঝরে ফুরিয়ে গেলে দিন
মলিন হবে রঙ সুবাসের ক্রম
ভালবাসার ইচ্ছে হবে ক্ষীণ
সময় যেটুক পেলাম পাপড়ি মেলা
নব প্রেমের ছোঁয়ায় যাবই ভেসে
এই যে চির দেয়া নেয়ার খেলা
খেলেই যাবো সবকে ভালবেসে।
রৌদ্র তুমি দিও নাকো আড়ি
পাশেই থেকো কালটি যেমন ছিলে
উজাল করো আমার জলের বাড়ি
আয়ুর ভেলায় দেখা যদি মিলে।।