জনতার বুকে চলে গুলি
রক্ত ঝরে, উড়ে খুলি
লাশে লাশ পড়ে,
হাঁসফাঁস করে
অঙ্গখোয়ানো দেহগুলি..
অভিলাষ তবু পাঙ্গা নেয়ার
জনতারে তাই থোরাই 'কেয়ার'
'ফায়ার' ডিঙ্গিয়ে এলো
নতুন বিজয়
হলো ইতিহাস গড়া, নব অভ্যুদয়...।
পালিয়েছে বিভীষিকা
পালিয়েছে ভয়
রক্তভেজা মাটি
তা'রি কথা কয়
গরবে ফোটায় ফুল
তাড়িয়েছে ভীমরুল
'রুল' ভেঙ্গে শোষণের
ক্ষমতাকে তোষণের
দেখেছে নতুন ভোর, সূর্য উদয়...।।