মন শুধু চায় সাজি কবি রবি কবির ঢঙয়ে
গুম্ফ দাড়ি বাবরি রাঙাই নিপাট সাদা রঙয়ে,
আমায় দেখে ভাবুক লোকে -'বেজায় বড় কবি
লেখা তো ছাড়! পেলাম আবার সদ্য গজা রবি'
কিন্তু কপাল দিচ্ছেনা তাল, কি আর করতে পারি!
বারো হাতা শাড়ির ভাঁজে রয়েই গেলাম নারী।
আবার ভাবি সাজি দুখু বিষের বাঁশি ফুঁকতে
নারী হয়েই সময় পারি জীবন গেল ধুকতে,
অগ্নিবীণা দূর কি তো বাত্, উনুন-আগুন করতে
দুই পা গেঁথে বসি আছি সংসারেরই গর্তে।
বেশ ভূষণে হবো কবি এহেন চিন্তা-দূষণে
শব্দে বাক্যে রচনায় ঝগড়া বাঁধাই ফি-সনে,
মলাট বাঁধা পুস্তিকাও ললাট ফেরে হয়না আর
কলম বলে ছাড়্ না বাপু, খাতাও দেয় দিব্যি মা'র।।