মৌমাছি, তোমার কত কি প্রয়োজন
ফুল চাই, রঙ চাই, মৌ চাই, চাই বসন্ত
ডাল চাই, বাসা চাই, চাই নিবিড় আশ্রয়
মৌ-সুখে তোমার তৃপ্ত আয়ু, তুমি পয়মন্ত।

আমার কেটে গেল ছোট্ট এ মাছির জীবন
চারদিকে ভাগাড়, দুর্গন্ধ, চির হা-হন্ত
ঝাঁকে উড়া অথচ নিঃসঙ্গ, নিরাশ্রয়
তুমি উড্ডীন মহিমায়, আমি পড়ন্ত।।