কাঁপছে হাওয়া থরথর মাঘের চোখে জল
পড়ছে ঝরে ঘাসে লতায় শিশির টলোমল
দিচ্ছে ঠেলে দূর পাথারে কালের পরিক্রমা
পৌষটি গিয়ে মাঘের খাতায় টানছে দাঁড়িকমা।
কুহু রবে পাতার ফাঁকে কোকিল ডাকে ওই
মলাট খুলে দেখছে ফাগুন আগুন রাঙা বই
মাঘের চাদর ছাড়িয়ে তরু সাজবে কিশলয়ে
যাচ্ছে নিথর বনবীথিকায় দখিন হাওয়া বয়ে।
মৌমাছিদের ভিড় জমেছে মউল থোকা ঘিরে
উদোম আকাশ ঝলসে উঠে শীতের বসন চিড়ে
মাঠে মাঠে বোল ফোটেছে গুঞ্জে ভ্রমর অলি
বলছে বিদায় পরিযায়ী শীতের পাখপাখালি।
রসের ভাঁড়ার শূন্য হলো উদাস খেজুর গাছি
নলির উপর ঝাঁকে বসে রৌদ্র পোহায় মাছি
গুড় পাটালির বিকিকিনি উঠছে জমে হাটে
আবছা আলোর ফোঁকর গলে সূর্য নামে পাটে।
মাঘ গেল রে্, ঘাঘর পরা ফাগুন রানী এসে
স্বর্গপুরী নামিয়ে আনে যাদুর চেরাগ ঘঁষে।।