জাপানিরা পান বুঝি খায়?
চায়নারা কি চায় না?
ওমান গেলে মান কি বাড়ে
ধরলে যাবার বায়না!

ভূটান চলে কিসের টানে?
শ্রীলংকাতে লংকা?
আমিরাতে রাতের বেলা
বাজে নাকি ডঙ্কা?

ইতালি কি দেয় রে তালি
ফিলিপিনে মারে পিন?
নেপালে কি উড়ে পাল
তালে তালে রাতদিন?

য়ুরোপ কি রূপের রানী
ইরানী কি রানী নয়?
এসব যদি জানতেই চাও
ঘুরে আসো বিশ্বময়।