আমার বুকে জল ছিল তাই ঝর্ণা হলাম, ঝর্ণা হলাম
পাথর বেয়ে গড়িয়ে পরে মাঠ পেরুলাম,
লোকে আমায় বলল ডেকে- ওহে নদী!
বুকের জলে স্রোতবতী নদী হলাম,
আমার বুকে জল ছিল তাই নদী হলাম, নদী হলাম
ভাসিয়ে নিলাম কষ্ট-দুঃখের নীলাভ ভূমি
ফসল তরুর সবুজ মুখের হাসি হলাম
একদিন যেই উতল হলাম চাঁদের টানে
একদিন যেই ঝড় ছোটাল উজান পানে
লোকে তখন বলল- ওরে রাক্ষুসী!
আমার বুকে ঝড় ছিলো তাই বখে গেলাম
প্লাবন সুখে মত্ত হলাম, মত্ত হলাম...।