হাতির পিঠে সওয়ার হয়ে পিঁপড়ে গেল রণে
এমনি বীরের কথা শুনে অবাক জনে জনে
বাঘ ভাল্লুকে পালায় ভয়ে সিংহ খুঁজে গর্ত
পিঁপড়ে যদি থাকতো বসে কে-বা এমন লড়ত?
ধন্যি ধন্যি পড়লো সাড়া তামাম বনে বনে
হোমরাচোমরা ছেড়ে কিনা পিঁপড়ে গেল রণে!
লড়াই শেষে শত্রু কাবু পিঁপড়ে ফোলায় ছাতি
চক্ষু সবার চরকগাছে দেখে তেলেসমাতি
বাঁচিয়ে গতর ছিলো যারা লুকিয়ে ঝোপেঝাড়ে
আঁড়চোখে ওঁৎ পেতে দেখে কে জেতে কে হারে
তারাও এসে কাঁধে চড়ে শুঁড়ে মাখায় তেল
বলল- বাঃ বাঃ পিঁপড়ে বাছা কি দেখালে খেল!
পিঁপড়ে বলে হাড় কামড়ে করবো গুঁড়ো গুঁড়ো
সব ব্যাটাদের খেল দেখানোর এইতো কেবল শুরু।।