ফিনকি দিয়ে বুকের রক্ত ঝরে পড়ে বুলেট বানে
তবু ওরা ছুটছে দেখো নির্ভাবনায় মরণ পানে
ওরা দামাল, ঝঞ্ঝা ওরা..
রুখবে ওদের কোন সে দেয়াল কোন সে কারা
প্রাচীর ভেদা মন্ত্র মেশা রক্তে, ওরা বাঁধনহারা
জাগছে তরুন অরুণ আলোর পলাশ রাঙা এ প্রভাতে
জড়ায় মরা পড়ছে সরে দৃপ্ত তাদের পদাঘাতে
বুলেট-শেলে যায় থামানো কণ্ঠস্বরের বজ্র স্লোগান?
ঐ শোনা যায় গড়ার শপথ ধ্বংস চূড়ায়, নিশান হাতে।
অহংকারের চাকা তলে লক্ষ মতের আগুন পিষে
ধমক দিয়ে ঝড় থামাবে চোখ রাঙিয়ে নির্বিশেষে
সেদিন গেছে, আজ জেগেছে তরুণ প্রাণে জয়ের নেশা
খুঁজছে ওরা অমৃত সাধ ঘোর জাগানো মউল বিষে।
নাই পরোয়া ত্রস্ত রণে বায়ে ডানে কে আছে নাই
বুক চিতিয়ে ভোরের পথে মশাল নিয়ে চলছে সবাই
ভয় কালিমা পেছন ফেলে জোর কদমে যাচ্ছে ওরা
আসবে ঊষা আঁধার ফুঁড়ে সূর্য জাগার আর দেরী নাই।