ওগো, তুমি আমাদের মাতা তুমি মাথারো মাথা।।
তোমায় কেমনে দেব লাঞ্ছনা-
আমরা পারবো না পারবো না ওগো মা।।
যদি রাগ হয় মা
তবুও তোমার সম্পত্তি ধ্বংস করবো না।
যদি প্রতিবাদ করতে হয়
তবুও তোমার মুখে কালিমা লেপবো না।।
যদি দৈন্য সইতে হয়-
তবুও তোমার বুকে আচড় কাটব না।
যদি সব হারায়ে বসতে হয়-
তবুও তোমার ফসলে দোষারোপ দেব না ওগো মা।।
আমরা একশতচুয়াল্লিশকোটি সন্তান
রব হয়ে ভাই ভাই।
বিপদ আপদে হবো একে অপরের সহায়।।
তবুও হবো না বিভ্রান্ত শোনব না কোন ষড়যন্ত্র।।
হবো না কোন ভাবেই অনিয়ন্ত্র ওগো মা।।
যদি বিভীষণ তৈরী হয়-
যদি শত্রুর চক্রান্ত প্রবল হয়,
তবে দুর্জনকে হানব বুদ্ধি বলে-
তবুও একটি প্রাণ যেনও না হয় সংশয়।।
ওগো মা ওগো মা
আমরা নিলাম তোমার সুরক্ষার প্রতিজ্ঞা।।
আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবো না -
আমরা নিজেরা নিজেদের মধ্যে লরবো না।
আমরা ঐক্যবদ্ধ সমাজ রীতি মানব -
আমরা তোমায় কোন প্রকার দুঃখ দেব না।
-দীপঙ্কর সাহা (দীপ)