আমার বলে যা পেয়েছি সারা জীবন ভরে।
সবই তো রেখে যাব এই না মাটির 'পরে।।
আমার অহম আমার গৌরব
আমার সন্মান আমার প্রাপ্য-
সবই তো রেখে যাব -
সবই তো রেখে যেতে বাধ্য এই না ভূমি 'পরে।।
তোমার যোগ্য হব যখন পাব তোমার অরূপ দর্শন।
সকল কিছু পর হবে তুমি হবে আমার আপন।
তোমার জন্য এতো সাধন-
তোমার জন্যই তো এ জীবন যাপন।।
তোমার করে নিও প্রভু - দিয়ে পরম প্রিয় মরণ।।
আমার কর্ম আমার ধর্ম
আমার ঐশ্বর্য আমার দেহ
সবই তো থুয়ে যাব-
সবই তো থুয়ে যেতে নির্ধারিত এই না ধরার 'পরে।।