সে এসেছিল লয়ে তার ভরা ফাগুনের মালা।
আমার হাতে ছিল তখন দুখ ভরা ফ'ল ডালা॥
হঠাৎ করে তার মালা পরিয়ে দিল আমার গলা।
অবাক হয়ে আমি ভাবি তখন -
এবে বুঝি এলো আমার পালা॥
কী করে দেই কী করে দেই আমার দুঃখের ডালা।
আমার দুঃখে তারে কেনই বা করব রাঙা॥
সহসা দেখি মুচকি হাঁসি -
কেড়ে নিল সে ফলের রাশি,
আপন বক্ষে জড়িয়ে ধরে তা - বলল আমায়,
'এবে শুরু হল আমরা দুজনার খেলা'॥
সে এসেছিল।।
(প্রেমপর্যা) -দীপঙ্কর সাহা (দীপ)