ধরো, যদি এমন কোন দিন আসে -
তুমি আছো আর আমি নেই।
ধরো, যদি এমন কোন দিন আসে
আমাদের এই সোনার সংসার
তোমায় একা সামলাতে হয়।।
তবে, তুমি পারবে তো
সব কিছু সামলিয়ে নিতে।।
ধরো, যদি এমন কোন দিন আসে
আমাদের সন্তান আমার অভাব অনুভব করে।
ধরো, যদি এমন কোন দিন আসে
আমার বৃদ্ধ মা বাবা তোমার মাধ্যমে আমায় চাহে।।
তবে, তুমি পারবে তো
আমি হয়ে আমার সব অভাব মিটিয়ে দিতে।।
ধরো, যদি এমন কোন দিন আসে
আমার প্রেম হীনে তোমার দিন না কাঁটে।।
ধরো, যদি এমন কোন দিন আসে
আমায় ছাড়া তোমার কাছে এই জগত কঠিন লাগে।
তবে, তুমি পারবে তো সব ঝঞ্ঝাল কাটিয়ে
নিজেকে সঠিক ভাবে তুলে ধরতে।।
-দীপঙ্কর সাহা (দীপ)
https://youtu.be/ZjDJ1YiFm4I