হে বন্ধু,   যেতে যে    হবে আমায়
               আর ডেকো না, ডেকো না পিছু ডাক।
  যা ছিল আমার, সব আজ দিলাম তোমায়
  এবার আমায় যেতে দাও।
                আর ডেকো না, ডেকো না পিছু ডাক।।

যে পথ বেয়ে    এসেছি এ পথে
      জানি না   আমি   জানি না
                         তার শেষ কোথায়।
শুধু চলি,  শুধু চলেই যাই।
               আর ডেকো না, ডেকো না পিছু ডাক।।

সন্ধ্যা হয়ে এলো প্রায়-
                       খণিক পরেই   হবে রাত্র
আমার এই   দেহ   এখন খুব ক্লান্ত।
  হবে কাল আবার নতুন প্রভাত
হবে নতুন নাম,  হবে আমার নতুন পরিচয়।।
   ততক্ষণের জন্য দাও বিদ্যায়।
                আর ডেকো না, ডেকো না পিছু ডাক।।

যেতে হবে যে সবার
               কাঁটায়ে মায়া জ্বাল।
তবে কেন বাঁধো,  দিয়ে এতো প্রেম আহ্লাদ।।
আসবো আবার ফিরে
        এ জন মূর্তির ভীরে।
তখন চিনে নিও আমায়, নিও আমায় করে তোমার।
      এবার আমায় যেতে দাও
              আর ডেকো না,ডেকো না পিছু ডাক।।
                                  -দীপঙ্কর সাহা (দীপ)