আমার এই জীবনে তোমার নাম লয়ে
যত দূর যেতে পারি, আমি যাব।।
যদিও বা সংশয় পলকে হয় উন্মোচন -
বিনা ভয়ে তারে যেন করি জয়।।
মৃত্যুও যদি পাশে তান্ডব নাচে
করি যেন তারে হাস্য মুখে বরণ।
তবু যেন ক্ষয় বিন্দুমাত্র না হয়
আমার এই জীবন যুদ্ধের বিনিময়।।
এই উত্তাপে চলি যেন পথে-
হার যেন না মানি কোন কচিৎ করণে।।
যদিও বা পরিস্থিতি হয় ভিষন ভারি
তবুও যেন আমি না মানি পরাজয় ।।
তোমার নাম লয়ে সেই বিপর্যয়ে-
আমি যেন হই তার থেকেও বেশি ভয়াভয়।।
এইটুকু আশিস রেখো আমার মাথায়
হে দীনবন্ধু হে আমার চির করুণাময়।।
(ভক্তিমূলক) -দীপঙ্কর সাহা (দীপ)
[গীতিকবিতা]