কেন তুমি হাতছানি দাও বারে বারে?
বারে বারে যাই আমি তোমার নিকটে।
আমাকে ঠকিয়ে চলে যাও চুপিসারে;
মায়াবী হরিণ তুমি প্রতারক বটে।
তুমি এক ইন্দ্রজাল নও ভালোবাসা;
মোহিত হয়েছি আমি তোমার জাদুতে।
বারে বারে কেন তুমি দাও বৃথা আশা;
পারিনি তোমাকে আমি কখনই ছুঁতে।
তুমি এক কালো জাদু নিছকই মায়া;
তোমার পিছনে ছুটে আমি আশাহত;
সত্য প্রেম নও তুমি, তুমি তার ছায়া;
তোমাকে ধরতে গিয়ে হয়েছি আহত।
প্রেম তুমি প্রেম নও, তুমি কুহকিনী;
তবুও তোমার কাছে আমি বড় ঋণী।