পৈশাচিক নৃত্য করে রাক্ষসের দল;
অন্ধকার কালো রাত আর কত বাকি?
ভয়ে থরথর করে কাঁপে সর্বস্থল;
এমন সময়ে তুমি ঘুমে মগ্ন না কি?
রাতের আঁধারে কত জন্তু জানোয়ার
একসাথে দল বেঁধে ঘোরাঘুরি করে।
রক্ত খাবার নেশায় এসেছে আবার;
কেউ নেই লড়ে যাবে সম্মুখ সমরে।
বাজ পাখি শকুনেরা অপার্থিব সাজে
উড়ে আসে পৃথিবীতে রক্তের নেশায়।
ছিঁড়ে খাবে একে একে আঁধারের মাঝে;
ঘুমিও না তুমি আর ভোর এসে যায়।
ঘুম থেকে জেগে ওঠো আর রাত নেই;
মারণাস্ত্র হানো নারী, বিজয়ী হবেই।
© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১লা কার্ত্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৮ই অক্টোবর, ২০২৪।